১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

ময়মনসিংহে সাইকেলেও ছেলেদের টপকে মেয়েরা

দেশজনতা রিপোর্ট:

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গত বছরের মতো এবারও ছেলেদের চেয়ে এগিয়ে আছে ময়মনসিংহের মেয়েরা। শুধু পড়ালেখাই নয়, খেলাধুলা থেকে শুরু করে প্রতিযোগিতামূলক অনেক সেক্টরে ছেলেদের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে এই এলাকার মেয়েরা। অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা অগ্রগামী। শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে সাইকেল চালাতেও ছেলেদের পেছনে ফেলছে এই জেলার মেয়েরা।

জেলার অনেক মেয়ে অভিভাবকদের মানসিক ও শারীরিক বাঁধা-বিপত্তি ও চাপকে উপেক্ষা করে নিজের বাল্যবিয়ে রুখে দিয়েছে। পরিবারে নিজেদের মতামতকে প্রতিষ্ঠায় ময়মনসিংহের মেয়েরা অনন্য দৃষ্টান্ত গড়েছে। বিদেশের মাটিতে ফুটবলে দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে উন্নতির চরম শিখরে পোঁছে গেছেন জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়েরা।

শিক্ষার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য সচেতনতাতেও এগিয়ে এই মেয়েরাই। শিক্ষার মত পাল্লা দিয়ে উন্নতি হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্যের নানা সূচকের। এখানেও দাড়ি টেনে ধরে রাখছেন মেয়েরা।

শিক্ষাক্ষেত্রে মেয়েদের এগিয়ে যেতে সরকারের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, চাহিদা অনুয়ায়ী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা, বৃত্তি, শিক্ষার্থীদের বেতন হ্রাস, বই ও সরঞ্জমাদি সরবরাহ ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সড়ক নির্মাণ, সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থাসহ সকল সুবিধা দেয়া হচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতাও বাড়ানো হচ্ছে।

অভিভাবক ও সচেতন মহল বলছেন, গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছেলেদের মত মেয়েরাও সাইকেলে চেপে নিয়মিত স্কুলে যাতায়াত করছে। এতে তাদের সমাজবোধ তৈরি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বাইরে মেলামেশার ফলে আলোচনা এবং মত প্রকাশের একটা জায়গাও তৈরি হচ্ছে। শিক্ষা মানে কেবল বইপত্র পড়া নয়। অন্য মানুষও আমাদের শেখার উৎস। পাঁচজনের সঙ্গে আলাপ হয়, সম্পর্ক গড়ে ওঠে। তা থেকে একটা বোধ জন্মায়। এতে প্রয়োজনে পরিবারের মতের বিরুদ্ধে গিয়েও মেয়েরা নিজের ও পরিবারের স্বার্থে নানা সিদ্ধান্ত নিতে পারছে। তাদের পরিধি বেড়েছে নিজেকে জানার ও অন্যকে জানানোর।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবরামপুর স্কুলের মেয়ে শিক্ষার্থী জানান, এই সাইকেল তাদের শরীর গঠনেও বিরাট ভূমিকা পালন করছে। এসব শিক্ষার্থী দেশের কল্যাণে কাজ করে যাওয়ার নিজেদের ইচ্ছার কথা জানান।

M/H

প্রকাশ :মে ১১, ২০১৭ ১১:৩০ পূর্বাহ্ণ