১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

নওয়াজ শরীফ অনুদান নিয়েছিলেন লাদেনের কাছ থেকে

অনলাইন ডেস্ক:

কাশ্মীরে জঙ্গী তৎপরতায় সহায়তার জন্য আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে অনুদান নিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ অভিযোগ তুলেছে দেশটির সাবেক ক্রিকেটার ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ ঘটনার কারণে ইমরান খান নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করেছেন। খবর এক্সপ্রেস ট্রিবিউন ও পিটিআইয়ের।

জঙ্গী তৎপরতার জন্য আলকায়েদার প্রধান ওসামা বিন লাদেনের কাছ থেকে অনুদান নেয়ার কারণে নওয়ার শরীফের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে পিটিশন দায়ের করবে তেহরিক-ই-ইনসাফ। পাকিস্তানী সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘বিদেশী নাগরিকের কাছ থেকে টাকা নিয়ে অস্থিতিশীলতা তৈরি ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়া’র কারণে পিটিশন দায়ের করা হবে। সোমবার এ তথ্য জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। নওয়াজ শরীফের বিরুদ্ধে ইমরান খানের রাজনৈতিক দলটির অভিযোগের মূল ভিত্তি হলো পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক কর্মকর্তা খালিদ খাজার স্ত্রী শামামা খালিদের লেখা ‘খালিদ খাজা শাহেদ-ই-আমান’ নামের একটি বইয়ে উঠে আসা কিছু সাক্ষাতকার ও তথ্য। শামামা খালিদের ওই বইয়ে বলা হয়েছে, কাশ্মীর ও আফগানিস্তানে জিহাদ ছড়িয়ে দিতে নওয়াজ শরিফ দেড়শ কোটি রুপী নিয়েছিলেন বিন লাদেনের কাছ থেকে। শুধু তাই নয়, ওই অর্থ থেকেই ২৭ কোটি রুপী ১৯৮৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর বিরুদ্ধে অনাস্থা আন্দোলনকে উসকে দিতে ব্যবহার করা হয়েছিল।

প্রকাশ :মে ১১, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ