১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৪

কোরীয় উপদ্বীপকে পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায় আমেরিকা

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েনের ফলে কোরীয় উপদ্বীপ পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত ‘কোরিয়ান সেন্ট্রাল টিভি’র এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হচ্ছে পারমাণবিক বিপর্যয়ের একটি উৎস যেটিকে এই মুহূর্তে আমাদের আয়ত্বের মধ্যে নিয়ে আসা হয়েছে।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তীব্র উত্তেজনা চলার মধ্যেই গত মাসে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ মোতায়েন করে আমেরিকা। চীন এবং রাশিয়াও এই ব্যবস্থা মোতায়েনের সমালোচনা করে বলেছে, এর ফলে কোরীয় উপদ্বীপে শক্তির ভারাসম্য নষ্ট হবে এবং এ অঞ্চল আরো বেশি অস্থিতিশীল হয়ে পড়বে।

২০১৬ সালের গ্রীষ্মে এই ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন ও সিউল।

সেন্ট্রাল কোরিয়ান টিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, থাড মোতায়েনের ফলে কোরীয় উপদ্বীপ শক্তিশালী দেশগুলোর মধ্যে পরমাণু যুদ্ধক্ষেত্রে পরিণত হবে।

প্রতিবেদনে নিজের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট থেকে গৃহিত ছবি তুলে ধরে সেন্ট্রাল কোরিয়ান টিভি বলেছে, দক্ষিণ কোরিয়ার একটি গলফ খেলার মাঠে মোতায়েন করা থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অবস্থান সূক্ষ্মভাবে শনাক্ত করেছে পিয়ংইয়ং।

চীনের সেনাবাহিনী কোরীয় উপদ্বীপের কাছে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১১, ২০১৭ ১১:৩৪ পূর্বাহ্ণ