দেশজনতা রিপোর্ট:
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানি (জানুয়ারি-মার্চ ১৭) সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা ব্যাংক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র জানায়, গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪৩ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১৭ পয়সা বা ৩৯.৫৩ শতাংশ। আর এককভাবে ইপিএস হয়েছে ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২১ টাকা ৯৭ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক: পুঁজিবাজারের তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সূত্র জানায়, ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ২১ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ১৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ২১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ১৬ টাকা ৮৮ পয়সা।
যমুনা ব্যাংক: ব্যাংক খাতের শেয়ার যমুনা ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১০ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২৯০ শতাংশ বা ২৯ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ১৫ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৬ টাকা ৫৮ পয়সা।
আইএফআইসি ব্যাংক: ব্যাংক খাতের শেয়ার আইএফআইসি ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সমম্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৫২ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৫ টাকা ৩৭ পয়সা।
ওয়ান ব্যাংক: ওয়ান ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬২ পয়সা। এ হিসাবে ইপিএস বেড়েছে ১১৭.৭৪ শতাংশ বা ৭৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৭২ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৫৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২০ টাকা ১৯ পয়সা।
পূবালী ব্যাংক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি সম্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩৭ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৮ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৮৪ পয়সা।
সিঙ্গার বিডি: প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৮০ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৬ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।
ফনিক্স ইন্স্যুরেন্স: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটি ৩ মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬৯ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ৩৪ টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ৩৪ টাকা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: পুঁজিবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ৩ মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩১ পয়সা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে (এনএভি) ২৫ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৩৬ পয়সা।
M/H