১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

অভিনয়ে রামদেব

বিনোদোন ডেস্ক:

ভারতের সাধক গুরু বাবা রামদেব। ভক্তের অভাব নেই। ব্যবসা প্রতিষ্ঠানেরও অভাব নেই তার। সমাজসেবা, রাজনীতি, অর্থনীতি থেকে শুরু করে তিনি নাক গলান না এমন বিষয় কমই আছে।

এবার আর নাক নয়, স্বশরীরেই হাজির হচ্ছেন বলিউডের রুপালি পর্দায়। তার অভিনীত ছবির নাম ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’। আর তাতেই দেখা যাবে বাবা রামদেবকে! কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলা এই ছবির ‘সাইয়া সাইয়া’ শিরোনামের একটি গানেও দেখা যাবে যোগগুরুকে। আরও আছেন গোবিন্দ চাহাল, দীনা উপুল প্রমুখ।

পরিচালক লোম হর্ষের এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ডিএলবি ফিল্মস। আগামী ১৮ অগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। রামদেব ছবিটা প্রোমোট করতে যথাসাধ্য চেষ্টাও চালাচ্ছেন।

প্রমোশনের এক বক্তব্যে তিনি বলেছেন, ‘ভারত শুধু সাপুড়ে আর তান্ত্রিকদের দেশ নয়। এ দেশেই বেদ লেখা হয়েছিল। ভারত সম্পর্কে বাইরের অনেক দেশেই বিভিন্ন ভুল ধারণা রয়েছে। এই ছবিটা সেগুলো ভেঙে দেবে।’

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ৮:০৫ অপরাহ্ণ