১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৪

২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার হ্নীলা কাস্টমস ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের হ্নীলার কাস্টমস ঘাট এলাকা দিয়ে ঢুকছে— এমন তথ্য পেয়ে শুক্রবার রাতে হ্নীলা বিওপির বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়।

তিনি জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তায় ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা জানান, পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ