২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৬

এল ক্লাসিকোর জন্য ‘বিশেষ’ প্রস্তুতি রোনালদোর

নিজস্ব প্রতিবেদক:

বার্সেলোনা নেইমারের বিকল্প এখনো খোঁজে পায়নি। কাতালন ক্লাবটি দলবদলের শুরুতেই পরিকল্পনা নিয়ে মাঠে নামা সেই ভালো মানের একজন মিডফিল্ডারও খোঁজে পায়নি। বার্সেলোনা শিবিরে ব্যাপারটা নিয়ে তাই একটা অসস্তিকর পরিবেশ বিরাজ করছে। তবে সেই অসস্তির ভারটা ক্লাব কর্তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বার্সা কোচ-খেলোয়াড়দের মাঠের লড়াইয়ে এখন মনোযোগ দিতে হচ্ছে। ক্লাসিকো আগামীকাল রোববারই যে এল।

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ সবচেয়ে বেশী আরাধ্য বিশ্ব ফুটবলপ্রেমীদের কাছে। মৌসুমের শুরুতেই ফুটবল দেবতা এবার ফূটবলপ্রেমীদের সেই আশা কানায়কানায় পূর্ণ করে দিচ্ছে। এরই মধ্যে ফুটবলপ্রেমীরা একটা এল ক্লাসিকোর স্বাদ পেয়ে গেছে। গত ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের প্রদর্শনী টুর্নামেন্ট আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের সেই লড়াইয়ে বার্সেলোনার জয় হয়েছিল। তবে এবারের এল ক্লাসিকোকে কেন্দ্র করে উত্তেজনা-উন্মাদনা অনেক অনেক বেশী ওই ক্লাসিকোর তুলনায়। লড়াইটা যে রোববারের প্রতিযোগিতামূলক ম্যাচে। সুপার কোপা ডি এস্পানায় রিয়াল-বার্সা মুখোমুখি হচ্ছে। যেটি আসলে স্প্যানিশ সুপার কাপ নামে বেশী পরিচিত। রোববার বার্সেলোনার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগটি হবে। তিন দিন পর বুধবার রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগটি ।

বার্সেলোনা মৌসুমসূচক এই কাপে রেকর্ড ১২ বার শিরোপা জিতেছে। রিয়াল শিরোপা জিতেছে ৯ বার। বার্সেলোনাকেই রেকর্ড তাই এগিয়ে রাখছে। কিন্তু এল ক্লাসিকোতে অতীতের ওই সব রেকর্ড-পরিসংখ্যান পায় না। নতুন একটা এল ক্লাসিকো মানেই আরেকটা স্নায়ুক্ষয়ী উত্তেজনার চরম পরীক্ষা। সেই পরীক্ষায় ঘটতে পারে যেকোনো কিছুই। ২০১২ সালে স্প্যানিশ সুপার কাপে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল । তবে ২০১১ সালের দ্বিতীয় লেগের সেই ম্যাচটাই দর্শকদের মনে বেশী দাগ কেটে আছে। সেদিন মাঠে কী উত্তেজনাই না ছড়িয়ে পড়েছিল। সত্যিকার অর্থেই বলের লড়াইটা সেদিন রূপ নিয়েছিল যুদ্ধে। বল দখলের লড়াই বাদ দিয়ে একটু পরপরই জড়িয়ে পড়েছিল হাতহাতি-ধাক্কাধাক্কির খেলায় দুই দলের খেলোয়াড়েরা!  সময়  বলবে এবারও সেরকম কিছূ ঘটবে কিনা। তবে মৌসুমসূচক দুই দলই মরিয়া এই কাপ জিততে। নেইমার চলে যাওয়ার অসস্তি যে বার্সার মাঠে খেলায় প্রভাব ফেলতে পারছে না, সেটা কদিন আগেই প্রমাণিত হয়েছে। মেসি-সুয়ারেজরা প্রমাণ করেছেন গামফা কাপে ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে, নেইমার চলে গেলেও তারা বার্সার শ্রেষ্ঠত্ব তুলে ধরতে প্রস্তুত।

রিয়াল মাদ্রিদও প্রস্তুত । প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বটা ভালো না কাটলেও জিনেদিন জিদানের রিয়াল প্রতিযোগিতামূলক ম্যাচে অন্য চেহারায় ফিরতেই দেখা দিয়েছে। এরই মধ্যে জিদানের দল ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপাও জিতে নিয়েছে। ওই আত্মবিশ্বাস তো আছেই, রোববারের এল ক্লাসিকোর আগে ক্রিস্তিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনও রিয়াল কোচ জিদানকে বাড়তি স্বস্তি দিচ্ছে। গত মঙ্গলবার রোনালদো মেসিডোনিয়ার ওই উয়েফা সুপার কাপের ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু করেছেন। তবে সেদিন তিনি বদলে হিসেবে নেমে মাত্র ৮ মিনিট খেলেছেন। প্রাক-মৌসুম প্রস্তুতিপর্বের পুরোটা সময়ই বিশ্বের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়িয়েছেন। সেই ঘাটতি পুষিয়ে নিতেই রোববারের এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড ভীষণ সিরিয়াস। দলের সঙ্গে অনুশীলন পর্ব তো করছেনই, নিজেকে প্রস্তুত করতে রোনালদো বাড়তি অনুশীলনপর্ব করছেন । বিশেষ সেই অনুশীলন তিনি নাকি করছেন একাকী, একান্তই নিজের মতো করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ