১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৫

সিলেটে ৩ নদীর পানি বিপদসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক:

উজানের ঢল আর টানা বর্ষণে সিলেটের সুরমা, সারীগোয়াইন ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শনিবার দুপুর থেকে সুরমা নদীর পানি কানাইঘাটে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারায় ১২ সেন্টিমিটার এবং গোয়াইনঘাটে সারীগোয়াইন নদীর পানি বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে উজানের পানিতে সিলেটের পূর্ব জাফলং, আলীরগাঁও, রুস্তমপুর, ডৌবাড়ী, লেঙ্গুড়া, তোয়াকুল ও নন্দীরগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল সাংবাদিকদের বলেন, ‘উপজেলার বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধির খবর পেয়ে সংশ্লিষ্টদের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে মোকাবেলা করে দ্রুত রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের রিপোর্ট অনুযায়ী ত্রাণসহ প্রয়োজনীয় সব ধরণের সহায়তা প্রদানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ