১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০১

খুলনায় ২২ কোটি টাকার কোকেনসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি খুলনা মহানগরী ও রূপসা উপজেলা থেকে ২২ কোটি টাকা মূল্যের দুই কেজি ২২৫ গ্রাম কোকেনসহ পাচার চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে । শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হয়।

র‌্যাব-৬ খুলনার সিনিয়র এডি জাহিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির সিনিয়র এএসপি উৎপল কুমার রায় ও এএসপি মোর্শেদ অভিযান চালিয়ে দুই কেজি ২২৫ গ্রাম কোকেনসহ ৬ জনকে গ্রেফতার করে। তাদেরকে র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ২:০৩ অপরাহ্ণ