নিজস্ব প্রতিবেদক:
গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন ‘মুন সিনেমা হল নিয়ে মামলার রায় এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে প্রদত্ত রায়ের মাধ্যমেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছেন। দেশের বর্তমান গণতন্ত্রহীন অবস্থার জন্য খায়রুল হকই দায়ী।’ শনিবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে প্রাজ্ঞ রাজনীতিক ও সাংবাদিক আনোয়ার জাহিদের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিকারীর মুখে আর যাই হোক নীতিবাক্য মানায় না। তিনি বলেন, দেশের বর্তমান গণতন্ত্রহীন অবস্থার জন্য খায়রুল হকই দায়ী। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তার প্রদত্ত রায়ের কারণেই আজ দেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে। আর এর সুযোগে জনগণের কাঁধে চেপে বসেছে ভোটারবিহীন সরকার। বিচারপতি খায়রুল হক এই দায় থেকে কখনো মুক্তি পাবে না। আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম প্রমুখ।
গোলাম মোস্তফা ভুইয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের দেয়া প্রতিক্রিয়ার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আইন কমিশনের আসনে বসে সুপ্রিমকোর্টের রায় সম্পর্কে, প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমত আদালত অবমাননার সামিল। গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিচারপতি খায়রুল হক তার সময় যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তার আমলে বাতিল সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে আজ দেশে যে সাংবিধানিক, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তা দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। তার রায়ের পরেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশিলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

