১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

রায়ের প্রতিবাদে আওয়ামীপন্থী আইনজীবীদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায়ের প্রতিবাদে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের হুমকির দুই দিনের মাথায় এই কর্মসূচি ঘোষণা করল বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন সরকারপন্থী আইনজীবীরা। তারা জানান, রায়ের প্রতিবাদে ১৩, ১৬ ও ১৭ অগাস্ট দুপুরে সারা দেশের আইনজীবী সমিতিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১:৫২ অপরাহ্ণ