১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:২৭

বাংলাদেশের ইতিহাসে আর কখনো এমন রায় দেয়নি সুপ্রিমকোর্ট: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আগে আর কখনোই এমন রায় দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষ্যে দোয়া মাহফিলে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট তাদের উপলব্ধি থেকে এ রায় প্রদান করেছেন। রাষ্ট্র যখন রসাতলে যেতে বসেছে ঠিক তখনই সুপ্রিম কোর্ট এ রায়টি দিয়েছে। যা তাদের কর্তব্য ছিলো। এ রায়ে জনগণের আশার প্রতিফলন ঘটেছে। এ রায়ের পর সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১:৪১ অপরাহ্ণ