২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪১

নীলফামারীতে বন্যায় প্রাথমিকের পরীক্ষা স্থগিত

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ের শনিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। দফতরটি ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট তলিয়ে যাওয়া এবং আসা-যাওয়ার সমস্যা তৈরি হওয়ায় ওই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, শনিবার দুই শিফটে গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি স্থগিত রাখা হয়েছে। তিনি জানান সুবিধামতো সময়ে আজকের পরীক্ষা পরে গ্রহণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক বিষয়টি নিশ্চিত করে  বলেন, নীলফামারী সদরে ২’শ শিক্ষা-প্রতিষ্ঠান রয়েছে। উপজেলা শিক্ষা অফিসের সিদ্ধান্ত মোতাবেক আজকের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

এদিকে, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় সুনামগঞ্জ জেলার ৭টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শনি ও রোববারের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১২, ২০১৭ ১:০২ অপরাহ্ণ