১৭ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৪০

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের উত্তরপশ্চিমাঞ্চলের সানজি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি বাস টানেলের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার মধ্যরাতের আগে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চীনের দক্ষিণাপশ্চিমাঞ্চলের চেংদু থেকে বাসটি লুয়াং যাচ্ছিল।

চীন সড়ক দুর্ঘটনার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেবে দেখা গেছে ২০১৩ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়।

বেইজিং সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার চেষ্টা চালিয়ে গেলেও দ্রুত ব্যক্তিগত কারের সংখ্যা বৃদ্ধিসহ কিছু কারণে তাতে সফল হওয়া যাচ্ছে না।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১১, ২০১৭ ১০:১৮ পূর্বাহ্ণ