১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

বরিশালের চার জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের চার জেলায় চলমান বাস ধর্মঘট বৃহস্পতিবার রাত ১০টার পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। সভা শেষে শহিদুজ্জামান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়। এর প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, পবিত্র হজ্ব, ঈদুল আজহা ও শোকের মাস উপলক্ষে এবং প্রশাসনের অনুরোধে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ করা না হলে ১০ সেপ্টেম্বরের পর থেকে ফের লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। বাস মালিক ও শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- মহাসড়কে চাঁদাবাজি রুখতে গেলে বাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচজনের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং আঞ্চলিক মহাসড়কে থ্রি হুইলার গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া। সকাল ৬টা থেকে চার জেলার ৩৮টি রুটে বাস ধর্মঘট শুরু হলে বিপাকে পরে হাজার-হাজার যাত্রী। প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের বৈঠকে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। এ সময় বরিশালে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কাউছার হোসেন শিপন, ঝালকাঠী বাস মালিক সমিতির সহ-সভাপতি মাহাবুবল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১১, ২০১৭ ১০:১৬ পূর্বাহ্ণ