আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্রের প্রাঙ্গনে একটি অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তে নেমে পড়েছে দেশটির পুলিশ।
৮৫ সেন্টিমিটার এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ফেলেছিল বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে পুলিশ বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞদের ডেকে এনেছে বলে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রসঙ্গত, ৭০ বছর পরেও ১৯৪৫-এর ভয়াবহ যুদ্ধে ব্যবহৃত বহু কিছুই মাঝেমধ্যেই জাপানে পাওয়া যায়।
জানা যায়, জাপানের উত্তর-পূর্বে ফুকুশিমার কাছে একটি সামরিক বিমান বন্দরের অস্তিত্ব পাওয়া যায় যা আমেরিকার কাছে অন্যতম টার্গেট ছিল। ১৯৮৬ সালে চের্ণোবিল দুর্ঘটনার পর ২০১১ সালে ফুকুশিমার পরমাণু চুল্লিতে ভয়াবহ বিস্ফোরণ সবথেকে ভয়ঙ্কর ঘটনা বলে মনে করা হয়। TEPCO এবং জাপান সরকারের সমগ্র পরিস্থিতি আবার স্বাভাবিক করতে চার দশক সময় লেগে যায়। পাশাপাশি, পরমাণু তেজস্ক্রিয়তার জন্য ফুকুশিমার অনেক মানুষকেই ঘরছাড়া হতে হয়।
দৈনিকদেশজনতা/এন এইচ