২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৮

৪৮ হলে ‘মার ছক্কা’

নিজস্ব প্রতিবেদক:

মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ মুক্তি পাচ্ছে। শুক্রবার থেকে রাজধানীর রাজমনি, চিত্রামহল, পুরবী, সৈনিক ক্লাব, রাণী মহল, নিউ গুলশান, গাজীপুরের বর্ষা, সিরাজগঞ্জের সাগরিকা ও খুলনার সঙ্গীতাসহ সারাদেশের ৪৮ হলে সিনেমাটি দেখা যাবে।

‘মার ছক্কা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোহান ও নবাগত কোয়েল। আরো আছেন সামাজিক মাধ্যমে আলোচিত হিরো আলম। অন্যান্য চরিত্রে আছেন ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।

‘পাগল তোর জন্যরে’, ‘বুলেট বাবু’সহ বেশ কিছু সিনেমার নির্মাতা মঈন বিশ্বাস। নতুন সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, “মার ছক্কা’ নামের সঙ্গে ক্রিকেট খেলার মিল থাকলেও এটি শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়, এতে রোমান্টিকতা ও শ্রুতিমধুর গানও রয়েছে। মৌলিক গল্পের এ সিনেমাটি দর্শক ভালোভাবে নেবেন বলে আশা করছি।”

জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘মার ছক্কা’র সংলাপ লিখেছেন কমল সরকার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৩:১২ অপরাহ্ণ