১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

সরকারি চাকরিতে কোটার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

মুম্বাইয়ের ট্রাফিক ও রেলযোগাযোগ বন্ধ করে দিয়ে ৮ লাখ মারাঠি বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। তাদের দাবি সরকারি চাকরি ও কলেজগুলোতে তাদের জন্য কোটার ব্যবস্থা করা। মারাঠা সম্প্রদায়ের তরুণ থেকে বুড়োরা জাফরান রংয়ের পতাকা উড়িয়ে রাস্তায় ক্ষোভ প্রকাশ করে। এনডিটিভির খবরে জানা যায় সম্ভাব্য কোন আপত্তিকর ঘটনা এড়াতে ১০ হাজার পুলিশকে প্রস্তুত রাখা হয়েছিলো। বুধবার মুম্বাইয়ে এতো বিশাল জনসমাবেশের কারণে শহরে যানচলাচল বন্ধ হয়ে যায়, আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। গত বছর থেকে শুরু হওয়া এই আন্দোলনের এটা হলো মারাঠীদের ৫৭তম বিক্ষোভ। মারাঠা সম্প্রদায় তাদের দাবি দাওয়া আদায়ের জন্য এসব ক্ষোভ জানিয়ে আসছেন। শহরের ৪০০ স্কুল বন্ধসহ বিভিন্ন ছোট ছোট চাকরিজীবীরা তাদের কর্মস্থলে যাওয়া বন্ধ রেখেছেন। বর্তমানে কৃষি কাজ আর লাভজনক নয় কিন্তু অন্য কোন চাকরিরও সুযোগ পাচ্ছেন না কারণ বেকারত্বের হার বেশি। এ অবস্থায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে কোটা রাখার পক্ষে দাবি দাওয়া জানিয়ে আসছে এককালের প্রতাপশালী মারাঠিরা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ