নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও পটিয়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ টি এম মহিবুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম এ টি এম মহিবুল্লাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও পটিয়া পৌর বিএনপি-কে সুসংগঠিত ওশক্তিশালী করতে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা এলাকার নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না।’
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা নি:সন্দেহে প্রশংসার দাবিদার। মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম এ টি এম মহিবুল্লাহ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান এ টি এম মহিবুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
দৈনিক দেশজনতা /এমএইচ