১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২২

কড়াইল বস্তির বেলতলায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কড়াইল বস্তির বেলতলা এলাকায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। আগুনের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বস্তির বেলতলা এলাকার একটি ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়েছে। তবে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা যাওয়ার আগেই স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই ঘরের কিছু আসবাবপত্র পোড়ার খবর পাওয়া গেছে।

ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীর বুকের মধ্যে গড়ে ওঠা এই কড়াইল বস্তিতে কিছুদিন পর পর অগ্নিকাণ্ড হতে দেখা যায়। সবর্শেষ গত ১৪ ও ১৬ মার্চ একদিনের ব্যবধানে দুইদফা আগুন লেগে বস্তির অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে যায়। রাজধানীর অন্যতম বড় এই বস্তির জমির মূল মালিক বিটিসিএল।

তারা ২০১২ সালে আদালতের আদেশ নিয়ে কড়াইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা শুরু করার পর প্রথম দিনের অভিযানে শ চারেক ঘর উচ্ছেদ করা গেলেও দ্বিতীয় দিন হাজার হাজার বস্তিবাসী গুলশান-মহাখালী এলাকার সড়কে নেমে ওই এলাকা কার্যত অচল করে দেয়।
পোশাক শ্রমিক, রিকশাচালকসহ ঢাকার নিম্ন আয়ের বহু মানুষের ঠিকানা কড়াইল বস্তি অবৈধভাবে গড়ে ওঠা মাদকের কারবারি ও অপরাধীদের একটি বড় আখড়া হিসেবেও পরিচিত।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ