১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৫

চোর সন্দেহে ৪ জনকে পিটিয়ে হত্যা

 নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে ৪জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের একজন হলেন চর আমান উল্যা ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে গরু চুরি হয়ে আসছিল। ওই গরু চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোরে গরু চুরি করার জন্য একটি পিক-আপ নিয়ে ৭/৮ জনের এক দল চোর আসে ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে। পরে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ওই চোরদেরকে ধাওয়া দিয়ে ঘেরাও করে। এসময় ৪ চোরকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে গেছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসলে ৪ চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করেন এলাকাবাসী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১১:৫১ পূর্বাহ্ণ