১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

জাতীয় নাট্যশালায় ‘হ্যামলেট’

শিল্পসাহিত্য ডেস্ক:

বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বছরব্যাপী অনুষ্ঠানমালার অন্যতম আয়োজন ‘হ্যামলেট’-এর প্রদর্শনী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালায় নাটকটির ৪র্থ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

শেক্সপিয়রের লেখনি থেকে নাটকটি বাংলায় রূপান্তর করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান, প্রযোজনা উপদেষ্টা লিয়াকত আলী লাকী ও আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান।

‘হ্যামলেট’ শেক্সপিয়রের সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় নাটক হিসেবে স্বীকৃত। এর কাহিনীর সূচনা হয় ডেকমার্কের রাজার মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে, যার ছেলে যুবরাজ হ্যামলেট।

রাজার মৃত্যুর পর তার ছোট ভাই ক্লডিয়াস সিংহাসনে বসেন এবং হ্যামলেটের মা গারট্রুডকে বিয়ে করেন। সব মিলিয়ে যুবরাজ প্রায় শোকে-দুঃখে পাগল প্রায় হয়ে পড়েন। কিছুতেই এই সব ঘটনা প্রবাহ মেনে নিতে পারেন না।

ওই সময় হ্যামলেটের সামনে বাবার প্রেতাত্মা আবির্ভূত হয়ে জানায়, যদিও প্রচারিত হয়েছে তিনি সাপের দংশনে নিহত হয়েছেন; আসল সত্য হলো ক্লডিয়াস কানে বিষ ঢেলে তাকে হত্যা করেছে। এরপর ঘটনা প্রবাহ এগুতে থাক বিয়োগান্তক পরিণতির দিকে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ১১:৫০ পূর্বাহ্ণ