নিজস্ব প্রতিবেদক:
মিয়ানমার, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের একটি সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিয়ুর রহমানকে অস্ট্রেলিয়ায় বদলি করা হতে পারে। অস্ট্রেলিয়ায় বর্তমান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে ফ্রান্সে বদলি করার কথা ভাবছে সরকার।
এছাড়া ইতালির মিলানে কনসাল জেনারেল রেজিনা আহমেদকে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত করা হতে পারে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসানকে মরিশাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
এদিকে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে আঞ্চলিক সংস্থা বিমসটেকের মহাসচিব পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান এবং প্রথম বিমসটেক মহাসচিব সুমিত নাকান্দালার মেয়াদ বৃহস্পতিবার (১০ আগস্ট) শেষ হবে। তার স্থলে শহীদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়,বাংলাদেশ এ বিষয়ে ইতোমধ্যে বিমসটেক-এর অন্য সদস্য দেশগুলোকে জানিয়ে দিয়েছে এবং আশা করা হচ্ছে, বৃহস্পতিবার নেপালে অনুষ্ঠেয় বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ