১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সৌদি এয়ারলাইন্স দিল বিমান ভ্রমণে ‘ড্রেস কোড’

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ একটি দেশ হিসেবে পরিচিত সৌদি আরবে নারীদের অধিকারের বিষয়ে যে কড়া রীতিনীতি তা সবারই জানা। প্রায়ই সমালোচনার মুখোমুখি হয় দেশটি সুন্নি ইসলামের রক্ষণশীল সংস্কৃতি বজায় রাখতে গিয়ে। সম্প্রতি দেশটি আবারো সামনে এসেছে সৌদি বিমানে ভ্রমণের ক্ষেত্রে ‘ড্রেস কোড’ উল্লেখ করে দিয়ে।

এয়ারলাইন্সের ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হচ্ছে  ভ্রমণের সময় যাত্রীদের শালীন পোশাক পরিধান করার। সৌদি এয়ারলাইন্স চায় তাদের পোশাক যেন অন্য কোনো যাত্রীর অসুবিধা বা অস্বস্তিবোধের কারণ না হয়।

এয়ারলাইন্সের বিবৃতিতে উদাহরণ হিসেবে বলা হয়, ‘নারীরা তাদের পা বা হাত দেখা যায় এমন কোনো পোশাক পরতে পারবে না, বা শক্ত আঁটোসাঁটো পোশাকও পরা যাবে না। অন্যদিকে পুরুষেরাও শর্টস পরে বিমানে উঠতে পারবে না।

এ বিষয়ে সৌদি মক্কাহ্ দেশটির পর্যটন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক প্রধান আল ঘামদি জানান, ‘পোশাক পরিধান বা ‘ড্রেস কোডে’র বিষয়টি ঠিক করার ক্ষেত্রে তারাই শুধু একমাত্র এয়ারলাইন্স নয়। বিশ্বের অনেক দেশের এয়ারলাইন্স নিজস্ব ড্রেস কোড মেনে চলে।’ সৌদি এয়ারলাইন্সের ড্রেস কোডের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ