২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০৩

৫৭ ধারা বাতিলের দাবী সিপিবি’র

নিজস্ব প্রতিবেদক:

গণতান্ত্রিক বাম মোর্চা দাবী জানিয়েছে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের। সিপিবি জেলা সাধারণ সম্পাদক শ্রীদাম দাস বুধবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ওই দাবী জানান। শ্রীদাম দাস অভিযোগ করে জানান, সরকার জনগণের কণ্ঠরোধ করার জন্য ৫৭ ধারা প্রয়োগ করছে, যাতে করে সরকারের বিরুদ্ধে কথা বলতে কেউ না পারে। এছাড়াও সমাবেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করাসহ ঘুষ, দুর্নীতি, অর্থ পাচারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সিপিবি সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ নেতা ইউনুস আলী, ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার প্রমুখ। সমাবেশের আগে শহরের কালিবাড়ি মোড় থেকে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ