১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

প্যারিসে সেনাদের ওপর গাড়ির ধাক্কায় আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের প্যারিসে সেনাসদস্যদের উপর গাড়ি তুলে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবারের এই ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা ২ জনের। তবে হামলাকারী এর পরপরই গাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে হামলাকারীকে খুঁজতে বড় ধরনের অভিযান চলছে। শহরের মেয়র প্যাট্রিক ব্যালকনি প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাভেল্লোইস প্যারেড’এ হওয়া এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন কোনো সন্দেহ নেই যে হামলাকারী এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে।

বেশ কয়েকটি হামলার ঘটনায় ২০১৫ সাল থেকেই ফ্রান্সে চলছে জরুরি অবস্থা। ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বত্র টহল দিতে দেখা এখন পরিণত হয়েছে সাধারণ ঘটনায়। আর সে কারণে তারাই এখন পরিণত হচ্ছেন হামলার লক্ষ্যবস্তুতে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ