১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

যুক্তরাষ্ট্রে বিএনপির বার্ষিক বনভোজন

দৈনিক দেশজনতা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড বিএনপির প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বোস্টনের সোল্ডার্সফিল্ডের আর্টেসানি পার্কে এ বনভোজন আয়োজিত হয়। দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে প্রচুর প্রবাসীর সমাগম ঘটে। বনভোজনের প্রধান আকর্ষণ ছিল শিশু-কিশোর ও বয়স্কদের নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম সাইফুল অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বিএনপির ডাকে সাড়া দেয়ায় আপনাদের অসংখ্য ধন্যবাদ। বনভোজনের পরিকল্পনা অনেকদিনের হলেও খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রথম এই আয়োজন করতে হয়েছে। আপনাদের সবাইকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দলের সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক হোসেনের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মনসুর, টিটু ও মনিরুল ইসলাম, দলের উপদেষ্টা আব্দুল হক, আজাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, বিদেশি অতিথি জেফরি, সিনিয়র সহ-সভাপতি সোহরাব এইচ খান, উপদেষ্টা আজাদ খান, কাজী নুরুজ্জামান, টিটুর সার্বিক প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ