বিনোদন প্রতিবেদক:
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে ‘ডুব’ ছবিটি মুক্তি পাবে কি না তা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। অনেকদিন সেন্সরবোর্ডেও আটকে ছিল ছবিটি।অবশেষে মঙ্গলবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সরবোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।
তিনি বলেন, গতকাল সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। এরপর এটি বাংলাদেশে মুক্তিতে আর কোনো বাধা রইলো না। ‘ডুব’ পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এরইমধ্যে ছবিটির দুই প্রযোজনা প্রতিষ্ঠান এর প্রথম পোস্টার প্রকাশ করেছে। পোস্টারে দেখা গেছে শিল্পীর তুলিতে আঁকা ছবির প্রধান অভিনেতা বলিউডের জনপ্রিয় মুখ ইরফান খানকে।
ছবিটি এসকে মুভিজ ও ইরফান খান ভারত থেকে প্রযোজনা করেছে। আর বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। ‘ডুব’-এ অভিনয় করেছেন বাংলাদেশের রোকেয়া প্রাচী, তিশা এবং ভারতের ইরফান খান ও পার্নো মিত্র প্রমুখ।
দৈনিকদেশজনতা/এন এইচ