১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

তরুণী ধর্ষণ : শিক্ষক-সহযোগী রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ফেসবুক পরিচিত বান্ধবীকে ধর্ষণ মামলায় শিক্ষক শামশুল আলম ওরফে বাদশা (৩০) ও তার সহযোগী আবু ফায়েজ ওরফে নাহিদকে (২৬) দুইদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। মঙ্গলবার দৃপুর ১২টার দিকে রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক জাহিদ হোসেন এ নির্দেশ দেন।

শাহ মখদুম থানার ওসি জিল্লুব রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। গত ৩১ জুলাই ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে মহানগরীর নওদাপাড়া এলাকার গ্রীন গার্ডেন রেস্টহাউসে বাদশা ও নাহিদ ধর্ষণ করেন।

এ ঘটনার পর ওই রাতেই তরুণী থানায় অভিযোগ করেন। ঘটনার পরের দিন ভোরে কলেজ শিক্ষক বাদশা ও নাহিদকে (২৬) গ্রেফতার করা হয়। বাদশা জেলার বাগমারার একটি কলেজের শিক্ষকতা করেন। আর নাহিদ নগরীর গোরহাঙ্গা এলাকায় কম্পিউটার দোকানের মালিক। ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করা ওই তরুণীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায়।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাদশার বাড়ি জেলার বাগমারা উপজেলার মচমইল গ্রামে। আর নাহিদের বাড়ি একই উপজেলার হাসনিপুর গ্রামে। তারা দু’জনেই রাজশাহী শহরের বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় বাস করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ৩:২৪ অপরাহ্ণ