১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

জার্মানি সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান অভিযোগ এনেছেন জার্মানির বিরুদ্ধে সন্ত্রাসীদের লালন করার। তিনি বলেছেন, জার্মানির হাতে সন্ত্রাসীদের কয়েক হাজার ফাইল পাঠানো হয়েছে। জার্মানি সন্ত্রাসীদেরকে তুরস্কের হাতে তুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু তাতে সহযোগিতামূলক কোনো সাড়া দেয় নি। তুরস্কের আঙ্কারা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, কৃষ্ণ সাগর পাড়ে রিজ প্রদেশে এক সম্মেলনে এরদোগান খুব স্পষ্ট ভাষায় বলেন, জার্মানি সন্ত্রাসীদের লালন করছে। আমরা জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলের কাছে ৪৫০০ ফাইল দিয়েছিল (সন্ত্রাসীদের)। কিন্তু তার একটি ফাইলেরও জবাব পাই নি। এ বিষয়ে বার বার তাদেরকে বলেও কোনো লাভ হয় নি। তবে জার্মান সরকারের এক সূত্র তুরস্কের প্রেসিডেন্টের এ অভিযোগ অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এমনিতেই তুরস্কের জার্মানির সঙ্গে বিরোধ রয়েছে। তার ওপর প্রেসিডেন্ট এরদোগানের এমন মন্তব্য পরিস্থিতিকে আরো উত্তেজিত করবে।

তুরস্ক গত মাসে এক জার্মানসহ ১০ মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করে। এর পর থেকে অবনতি হয় দু’দেশের মধ্যে সম্পর্কের। তুরস্কের প্রসিকিউটররা অভিযোগ করেছে গ্রেপ্তার করা এসব ব্যক্তি তুরস্কের নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ