নিজস্ব প্রতিবেদক:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হককে আগামী দুই বছরের জন্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার আইনজীবী মোহাম্মদ আশরাফ উজ জামান রিটটি করেন। আবেদনটি দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ মোহাম্মদ জহিরুল হককে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে ৭ আগস্ট, ২০১৯ পর্যন্ত আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি জানানো হয়। সেই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে মঙ্গলবার রিটটি করা হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ