১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

সংসদে ফ্লোর ক্রস, সংবিধানের ৭০ অনুচ্ছেদ মানা বাধ্যতামূলক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার দুপুরে হাইকোর্ট আদেশ দিয়েছেন যে সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগের দেয়া পর্যবেক্ষণ মানা বাধ্যতামূলক।
উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে থাকবে না তার সংসদ সদস্যপদ। এতে বুঝতে অসুবিধা হয় না যে,  সংসদের স্থায়িত্ব ও দলের সদস্যদের মধ্যে শৃঙ্খলা ধরে রাখার জন্য ৭০ অনুচ্ছেদ একটা ব্যবস্থা মাত্র। একজন সংসদ সদস্য যদি দরকষাকষির সঙ্গে জড়িয়ে পড়েন বা সন্দেহ হয় যে তিনি দরকষাকষির সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান সংবিধানে নেই। এ অবস্থায় তারা বিচারকদের অপসারণের ক্ষমতা কিভাবে নিতে চান? দল যদি কোনো ভুল সিদ্ধান্ত বা নির্দেশনা দেয় তার বিরুদ্ধে ভোট বা মতামত দেয়ার সুযোগ সংসদ সদস্যদের নেই। তারা নিয়ন্ত্রিত হন দলের নীতিনির্ধারক দ্বারা । ৭০ অনুচ্ছেদ বলবৎ থাকাবস্থায় বিচারক অপসারণ ক্ষমতা সংসদের হাতে গেলে একজন বিচারককে দলীয় নীতিনির্ধারকের করুণা অনুযায়ী চলতে হবে। বিচারক অপসারণ ক্ষমতা সংসদ সদস্যদের হাতে গেলে বিচার বিভাগে পড়বে তার প্রভাব।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ