২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

ভারতে ভুয়া এভারেস্ট বিজয়ী পুলিশ দম্পতি বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পুনের এক কনস্টেবল দম্পতি এভারেস্ট জয় নিয়ে ভুয়া ছবি শেয়ার করে চাকরিচ্যুত হয়েছেন। দিনেশ রাথোর ও তার্কেশ্বরি রাথোর গত বছর মে মাসে এভারেস্ট জয়ের খবর শেয়ার করেন। পরে তদন্ত করে দেখা যায়, সেগুলো আসলে ভুয়া ছবি। এরপর সোমবার তাদের বরখাস্ত করা হয়। খবর এনডিটিভির। মহারাষ্ট্র পুলিশের এডিশনাল কমিশনার সাহেবরাও পাতিল জানান, এভারেস্ট জয় নিয়ে এই দম্পতি ভুয়া খবর দিয়েছেন, ছবি জালিয়াতি করেছে। ভুল তথ্য সরবরাহ করে তারা মহারাষ্ট্র পুলিশের সুনামহানি করেছেন। এজন্য তদন্ত শেষে তাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছর ৫ জুন ভারতীয় এই দম্পতি দাবি করেছিল, প্রথম ভারতীয় দম্পতি হিসেবে তারা এভারেস্ট জয় করেছেন। কিন্তু স্থানীয় পর্বতারোহীরা জানান, এই দম্পতি চূড়াতে উঠতে পারেননি এবং সর্বোচ্চ চূড়ায় উঠার ভুয়া ছবি শেয়ার করেছেন। একই বছর আগস্ট মাসে নেপাল সরকার এই দম্পতির বিরুদ্ধে ১০ বছরের জন্য নেপালে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পুনের শিবাজিনগরে এই পুলিশ দম্পতি কর্মরত ছিলেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ