১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

নোয়াখালীতে ইয়াবা ব্যবসায়ী আটক ৩

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকরা হলেন বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে আনোয়ার হোসেন জিলানী(৩০), চরফকিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে আবু নাঈম টানশেন (৩৮) এবং চরপাবর্তী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নূর নবীর ছেলে নূর আলম দিদার (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হকের নেতৃত্বে চরপাবর্তী ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এসময় ৭০পিস ইয়াবাসহ নূর আলম দিদারকে আটক করা হয়।

পরে বসুরহাট পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আবু নাঈম ও জিলনীকে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ