১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৪

মিমির নাটক বিটিভির জন্য

বিনোদন ডেস্ক:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নাটকে অভিনয় করে আফসানা মিমি পেয়েছিলেন জনপ্রিয়তা। সময়ের আবর্তে এ নায়িকা অভিনয় কমিয়ে দিয়েছেন, তার মনোযোগ নির্মাণে। এবার বিটিভির জন্য নির্মাণ করতে যাচ্ছেন নাটক। জানা গেছে, মিমির নতুন নাটকটির নির্মিত হবে ঈদুল আজহায় প্রচারের জন্য। তবে ঠিক হয়নি নাম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো স্ক্রিপ্টের কাজ চলছে। শিগগিরই শিল্পী নির্বাচন করব। আশা করছি, আগামী সপ্তাহের শেষের দিকে নাটকটির শুটিং শুরু করতে পারব।’ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উন্নয়ন উদ্যোগের ফলশ্রুতিতে প্রান্তিক পর্যায়ের মানুষের সাফল্যকে উপজীব্য করে মিমি বিটিভির জন্য নির্মাণ করেন টেলিফিল্ম ‘রূপকথা নয়’। সেটিও এখনো প্রচার হয়নি। মাঝে অনেকদিন অভিনয়ে ছিলেন না মিমি। ঈদুল ফিতরে তাকে তিনটি নাটক-টেলিফিল্মে অভিনয় করতে দেখা গেছে। মিমি জানালেন, সময় মিললে এবং ভালো স্ক্রিপ্ট ও নির্মাতা হলে এবারের ঈদেও অভিনয়ে দেখা যেতে পারে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১১:৪৮ পূর্বাহ্ণ