১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

শ্যামনগরে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ সাদীদ। উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হোসাইন সাগর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর,চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ। মেলায় ২৫টি স্টল বসেছে। উদ্বোধনের পরই বৃক্ষ ক্রয়ের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ৯:৩৯ অপরাহ্ণ