১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২

শাহজাদপুরে পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) থেকে :
গতকাল ৬ আগষ্ট সোমবার রাতে শাহজাদপুর উপজেলার খাসসাতবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে বাজার বণিক সমিতির ঘর থেকে বেলতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রবিন (৩৫) নামে একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব -১২ একটি দল। র‌্যাব ও শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতবাড়িয়া বাজারে র‌্যাব-১২দল অভিযান পরিচালনা করে। এসময় রবিন বাজার বণিক সমিতি ঘরে অবস্থান করছিলো। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল,ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ৩টি মোবাইলসেটসহ রবিনকে আটক করে ।এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি খাঁজা গোলাম কিবরিয়া বলেন, ডিএডি ইউনুস আলী স্পেশাল কোম্পানি র‌্যাব ১২ অস্ত্রসহ গ্রেফতার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে রাত সোয়া একটায় শাহজাদপুর থানায় হস্তান্তর করে। সে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের সুনামধন্য সাবেক বার বার নির্বাচিত মরহুম চেয়ারম্যান আব্দুস সালাম বি,এস,সি’র ছেলে। ২০১১ সালে তাঁর বাবার মৃত্যু হলে উপ নির্বাচনে রেজাউল করিম রবিন চেয়ারম্যান নির্বাচিত হয়ে পিতার স্থলাভিষক্ত হন। তাঁর বিরুদ্ধে শাহজাদপুর থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ৯:৪২ অপরাহ্ণ