১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

আজ রাতে আংশিক চন্দ্রগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

আজ সোমবার রাতে চাঁদের আংশিক গ্রহণ ঘটবে। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। ঢাকায় চন্দ্র গ্রহণ শুরু হবে ৯টা ৪৮ মিনিটের দিকে। আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, ঢাকায় সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ ঘটবে। চন্দ্র গ্রহণ শুরু হবে ৯টা ৪৮ মিনিটের দিকে, শেষ হবে রাত ০২ টা ৫২ মিনিটের দিকে।
এছাড়া, ময়মনসিংহ বিভাগেও একই সময়ে দেখা যাবে। চট্টগ্রাম বিভাগে দেখা যাবে রাত ১২টা ১৬ মিনিটের দিকে। সিলেট বিভাগে রাত ১২টা ১৪ মিনিটের দিকে, খুলনা বিভাগে রাত ১২টা ২৪ মিনিটের দিকে, বরিশালে রাত ১২টা ২০ মিনিটের দিকে, রাজশাহীতে রাত ১২টা ২১ মিনিটের দিকে, রংপুর বিভাগে রাত ১২টা ২৫ মিনিটের দিকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণের কেন্দ্রীয় গ্রহণ হবে ভারত মহাসাগরের কোকো দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ৯:১১ অপরাহ্ণ