আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের নিকটবর্তী একটি কয়লাখনিতে বিস্ফোরণে দুই সহোদরসহ পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় খনিটিতে বিস্ফোরণের পর তারা আটকা পড়েছিলেন। পরে তাদের মৃত্যু হয় বলে সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে এ খবর দিয়েছে ডন।
নিরাপত্তা নিয়মাবলী অনুসরণ না করায় খনিটির ইজারাদার ও ঠিকাদারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে মামলার বিবাদীদের মধ্যে ইজারাদার ও ঠিকাদারের এক পুত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
মুজাফ্ফরাবাদের ডেপুটি কমিশনার মাসুদুর রেহমান জানান, মুজাফ্ফরাবাদের পূর্বদিকে পার্বত্য সেরি দারা গ্রামের ওই খনিটির ৮০০ ফুট গভীর একটি সুড়ঙ্গে প্রায় সাতজন খনিশ্রমিক কাজ করছিল, ওই দিন সন্ধ্যায় হঠাৎ গ্যাস বিস্ফোরণে সুড়ঙ্গটি বন্ধ হয়ে গিয়ে শ্রমিকরা আটকা পড়ে যায়। সুড়ঙ্গটির প্রবেশমুখে থাকা দুই শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে সক্ষম হলেও বাকিরা ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে মারা যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয় এবং সোমবার ভোর ৪টার সময় শেষ লাশটি উদ্ধার করা হয়। নিহতদের সবার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার মাসুদুর রেহমান।
উদ্ধারকাজ শেষ হওয়ার পর খনিটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক দেশজনতা/এন আর