১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

গাজীপুরে কাভার্ডভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৫ জন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাওজোর হইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ