নিজস্ব প্রতিবেদক:
জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার নিকটবর্তী স্থানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নারী ও পুরুষের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। পরে তাদের মধ্যে ১১ জনকে অপহরণ করে নিয়ে যায়। রোববার আল-আকসা মসজিদের নিকটবর্তী কাউন্সিল গেট ও চেইন গেটের কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদটির দিকে যাওয়া-আসার পথে ইসরাইলি সৈন্যরা অনেক মুসল্লির ওপর, বিশেষ করে তরুণ মুসল্লিদের ওপর হামলা করে।
তারা আরো জানান, ওই এলাকায় কয়েক ডজন সৈন্য মোতায়েন করার আগে সেখান থেকে মায়াদা শাওয়ামার নামে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এছাড়াও, আরো দুই যুবককে মারধরের পর তাদেরকে ধরে নিয়ে যারা সৈন্যরা।
সৈন্যরা আল-আকসা মসজিদের পাহারাদারসহ কয়েকশ’ ফিলিস্তিনিকে লক্ষ্য করে পিপার স্প্রে ছুড়ে মারে। সেখান থেকে আট যুবককে ধরে নিয়ে যায়।
এছাড়াও, সৈন্যরা কাউন্সিল গেট কাছাকাছি এলাকা থেকে এক যুবককে ধরে নিয়ে যায়। তিনি সন্ধ্যার নামাজের জন্য মসজিদে প্রবেশ করার চেষ্টা করছিল।
দৈনিক দেশজনতা/এন আর