১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

সিরাজগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তুলসহ রেজাউল করিম রবিন (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন। আটক রেজাউল করিম রবিন উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, রোববার গভীর রাতে শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া হাট বাজার বণিক সমিতি অফিস থেকে রবিনকে আটক করা হয়। রেজাউল করিম রবিন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তাকে আটকের সময় একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩টি মোবাইল জব্দ করা হয়।

আটক আসামির বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ২:৩৪ অপরাহ্ণ