১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ডিবির হাতে ৫ ‘ভুয়া ডিবি’ আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। ডিবি সোমবার সকালে গণমাধ্যমকে পাঠানো এসএমএসে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, রোববার রাতে তাদের আটক করা হয়েছে। এ সময় ভুয়া ডিবি চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকার, অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ