১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪

দেশীয় খাবার পছন্দ মেয়ে-বাবা দুজনের

দেশ জনতা ডেস্ক:

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যুবদূত সওগাত নাজবিন খান। সম্প্রতি তিনি বিশ্বখ্যাত ফোর্বস সাময়িকীর এশিয়ার অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০ সামাজিক উদ্যোক্তার তালিকাতেও স্থান পেয়েছেন। তাঁর বাবা মোহাম্মদ মোখলেছুর রহমান খান বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব। আজ থাকছে এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

. কোন ধরনের খাবার খেতে ভালো লাগে?

সওগাত: দেশীয় খাবার। ইলিশ, চিংড়ির দোপেয়াজা, তেলাপিয়া মাছ ভাজি বেশি পছন্দের।

বাবা: দেশীয় খাবার। বিশেষ করে ভর্তা ও ছোট মাছ।

. যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে…

সওগাত: রবার্ট জেমেকিসের ফরেস্ট গাম্প

বাবা: অগ্রদূত পরিচালিত পথে হল দেরী

. যাঁদের অভিনয় ভালো লাগে?

সওগাত: টম হ্যাংকস ও উইল স্মিথ।

বাবা: আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, সুবর্ণা মুস্তাফা।

. সম্প্রতি কোন বই পড়েছেন? প্রিয় বই?

সওগাত: সৈয়দ মুজতবা আলীর হিটলার পড়ছি। প্রিয় বই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন

বাবা: সম্প্রতি এ কে খন্দকারের ১৯৭১ ভেতরে বাইরে বইটি পড়েছি। প্রিয় বইগুলোর একটি শরৎচন্দ্রের দত্তা

. প্রিয় রং কী?

সওগাত: কালো, গাঢ় সবুজ।

বাবা: নীল।

. প্রিয় ব্যক্তিত্ব?

সওগাত: বাবা।

বাবা: আমার মা।

. পরস্পরের ভালো ও মন্দ দিক?

সওগাত: যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা, নিয়মিত জ্ঞান চর্চা করা, হাস্যরসবোধ, বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং সময়ানুবর্তিতা। মন্দ দিক মনে করি, মাঝে মাঝে অল্পতে রেগে যাই।

বাবা: খুব গুছিয়ে কাজ করি এবং সম্পন্ন না করা পর্যন্ত লেগে থাকি। মন্দ দিক বলা যায়, নিজের যত্ন না নেওয়া, সব সময় কাজকেই প্রাধান্য দেওয়া।

. কোন ধরনের পোশাক ভালো লাগে?

সওগাত: কুর্তা, গাউন।

বাবা: সুতির শার্ট, পাঞ্জাবি।

. যাঁকে আদর্শ মানি?

সওগাত: মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি।

বাবা: ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম।

১০. যাঁদের গান পছন্দ করি…

সওগাত: রিয়ানা ও টেইলর সুইফট।

বাবা: রেজওয়ানা চৌধুরী বন্যা।

১১. বেড়াতে যেতে ভালো লাগে…

সওগাত: ভারতের কাশ্মীর, হাঙ্গেরির বুদাপেস্ট, সুইজারল্যান্ডের ইনটারলাকেন।

বাবা: মিসরের লুক্সর।

১২. কার লেখা ভালো লাগে?

সওগাত: হুমায়ূন আহমেদ ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

বাবা: সৈয়দ মুজতবা আলী ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

১৩. যা করতে ভালো লাগে…

সওগাত: প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে হারিয়ে যেতে…।

বাবা: পরিবারের সঙ্গে সময় কাটাতে।

প্রকাশ :মে ১০, ২০১৭ ৩:২১ অপরাহ্ণ