১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারে ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে দুই সহোদর দগ্ধ হয়েছে। তারা হলো- সাজ্জাদ হোসেন (১৩) ও সাজিদ হোসেন (৮)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

সাজ্জাদ ও সাজিদের বাবা শাহজাহান উদ্দিন রমনা থানার বড় মগবাজারের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় থাকেন।

দগ্ধ দুই সহোদরের চাচা সিদ্দিকুর রহমান জানান, তার দুই ভাতিজা সকালে বেলকুনিতে খেলছিল। এসময় তাদের বাড়ির সামনের ভবনের দ্বিতীয় তলায় একটি হোটেলের রান্নাঘরে চুলায় ব্যবহৃত পাম্প মেশিন বার্স্ট হয়ে আগুন বাইরে থাকা একটি পলিথিনে লাগে। পরে ওই আগুন ট্রান্সফরমারে লাগে। পরে বিকট শব্দে ওই ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে সাজ্জাদ ও সাজিদ দগ্ধ হয়।

ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানায়, ট্রান্সফরমারের বিদ্যুৎস্ফুলিঙ্গ লেগে সাজ্জাদের ১৮ শতাংশ ও সাজিদের ১২ শতাংশ পুড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

M/H

প্রকাশ :মে ১০, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ