১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

কিস্তির টাকা দিতে না পারায় ৬ ছাগল নিয়ে গেছে এনজিও কর্মীরা

নিজস্ব প্রতিবেদক:

নীলফামারীর সৈয়দপুরে হতদরিদ্র এক নারী এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি দিতে না পারায় ৬টি ছাগল নিয়ে গেছে এনজিও কর্মীরা। ছাগল ফেরত না পাওয়ায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছে নির্যাতিত ওই সদস্য। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে, সেলফ হেলফ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম (শার্প) নামের একটি স্থানীয় এনজিওর শাখা অফিস রয়েছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজারে।

ওই শাখা অফিসের পার্শ্ববর্তী বকসাপাড়া এলাকার মজিয়া খাতুন গত ৮ জানুয়ারী ১৪ হাজার টাকা ঋণ হিসেবে গ্রহণ করে প্রতিবেশী আইয়ুব আলীর স্ত্রী নিলুফাকে ধার দেয়। পরবর্তীতে নিলুফা আক্তার প্রতি সপ্তাহের সোমবার ৩৫০ টাকা হারে কিস্তি পরিশোধ করছেন।

নিলুফা আক্তার ওই এনজিও’র সদস্য না হলেও এনজিও কর্মীরা তার কাছ থেকেই কিস্তি আদায় করছিল। কিন্তু নিলুফার গত সোমবার কিস্তি দিতে পারেননি। ফলে এনজিও কর্মীরা নিলুফা ও তার স্বামীকে ভয়ভীতি দেখিয়ে আসেন।

এদিকে, সোমবার আসার আগেই গতকাল শনিবার সন্ধ্যায় নিলুফা আক্তারের বাড়িতে হাজির হন এনজিও’র শাখা ম্যানেজারসহ কর্মী নাজমুন নাহার (নাজমিন), ডলিসহ প্রায় ১০জন। তারা নিলুফা আক্তারকে কিস্তির টাকার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে নিলুফা ও তার স্বামী আইয়ুবকে তারা অকথ্য গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে এবং উঠোনে বেঁধে রাখা ৬টি ছাগল, হাড়ি-পাতিল নিয়ে যায়। ওই সদস্য বিষয়টি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমানকে জানান

এদিকে, সদস্য নির্যাতন ও ছাগল, হাড়ি-পাতিল ছিনিয়ে আনার বিষয়ে শার্প’র নির্বাহী পরিচালক মাহবুব-উল-আলমের সাথে কথা হলে তিনি জানান, এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৮:৩৪ অপরাহ্ণ