২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দূরত্ব কমাতে প্রধান বিচারপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক:

বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে তৈরি হওয়া দূরত্ব কমাতে ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগের আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ রোববার বিকেলে প্রধান বিচারপতির কার্যালয়ে ঘণ্টাব্যাপী তার সাথে ঘন্টাব্যাপী বৈঠক করেন আওয়ামীপন্থী তিন জ্যেষ্ঠ আইনজীবী দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল মতিন খসরু, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকে ইউসুফ হোসেন হুমায়ুন।

বৈঠক শেষে বেলা ৩টার দিকে ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতি আইনজীবীদের বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে বিভিন্ন ইস্যুতে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

শফিক আহমেদ বলেন, কোনো অবস্থাতেই বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দূরত্ব থাকা উচিত নয়। আইন ও সংবিধান অনুযায়ী নিজ নিজ বিভাগের দায়িত্ব পালন করা উচিত।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ