নিজস্ব প্রতিবেদক:
জেলার কালীগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমান জিতু মিয়ার ছোট ছেলে হাবীবুর রহমান ফয়সাল (২৬) হত্যা মামলার মামলার মূল আসামি তৌহিদুল ইসলাম রিমনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার বিন-কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের অধিনায়ক মোঃ মহিউল ইসলাম জানান, শনিবার রাতে গাজীপুরের কালীগঞ্জ থানাধীন উত্তরগাঁও বাজার হতে রিমন (২২) কে গ্রেফতার করা হয়।রিমন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী গ্রামের মোঃ সাইদুল ইসলাম ওরফে মোসলেম উদ্দিনের ছেলে। রিমনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় আরও চারটি মামলা রয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা মোঃ মহিউল ইসলাম।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রোববার রাত ১০টার দিকে পৌর এলাকার ভাদগাতী গ্রামে একটি মুদি দোকানে রিমন, ফয়সাল ও নওশাদসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ফয়সালকে গুলি করে পালিয়ে যায় রিমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১ আগষ্ট নিহতের বড় বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে কালীগঞ্জ থানায় রিমনকে প্রধান করে ছয়জনের নামে ও অজ্ঞাত আরো ৩/৪ জনতে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, কালীগঞ্জ পৌর এলাকার ভাদগাতী গ্রামের হানিফার ছেলে নওশাদ আহসান উদ্দিনের ছেলে মো. হুমায়ুন (২৮) ও মুঞ্জুর হোসেন (৩৫),খঞ্জনা গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে আব্দুস সাত্তার শেখ (২৫) ও প্রধান আসামি রিমনের বাবা সাইদুল ইসলাম উরফে মোসলে উদ্দিন মাস্টার (৬২)। মামলার ২নং আসামি নওশাদকে ঘটনার দিন রাতেই পুলিশ গ্রেফতার করে।
দৈনিক দেশজনতা /এমএইচ