নিজস্ব প্রতিবেদক:
হজ ফ্লাইটে অনিয়মকারীদের কালো তালিকাভুক্ত করে শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার রাজধানীর আশকোনার হজ অফিসে সাংবাদিকদের এ কথা জানান হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘টিকিট সিন্ডিকেট ও হজ ফ্লাইট নিয়ে অনিয়মে জড়িতদের কালো তালিকা করা হচ্ছে। এরপর তাদের শাস্তির আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ সাইফুল ইসলাম বলেন, ‘হজ ফ্লাইট নিয়ে চলতি বছরের বিপর্যয়ে আমরা সবাই চিন্তিত। কেন এমন বিপর্যয় হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ফ্লাইট বিড়ম্বনা এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১২টি বাড়তি ফ্লাইটের আবেদন করেছে। আশা করছি, আজকের মধ্যেই অনুমতি পেয়ে যাব। এরপর আগামীকাল সোমবার দুটি বাড়তি হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। এ সপ্তাহের মধ্যেই হজ ফ্লাইট সমস্যার সমাধান হয়ে যাবে।
দৈনিক দেশজনতা /এমএইচ