নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরে যৌন চিকিৎসার নামে নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণার অভিযোগে কাজী নিজামউদ্দিন শুভ (৩০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাব-৮। র্যাব-৮’র মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাকিবুজ্জামান রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নলকোনা গ্রামের হান্নান কাজীর ছেলে। র্যাব-৮ জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে দীর্ঘদিন ধরে যৌন চিকিৎসার নামে নারীদের আপিত্তকর ভিডিও ধারণ করে প্রতারণা করে আসছে ভুয়া ডাক্তার শুভ।
প্রতারণার শিকার এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে টেকেরহাটের সেবা মেডিকেল হলে অভিযান চালায় র্যাব। পরে সেখান থেকে ল্যাপটপ, দুটি ক্যামেরা, ৮টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ডসহ গোপনে ভিডিও ধারনের ডিভাইস জব্দ করা হয় বলে জানায় র্যাব। এ সময় কাজী নিজামউদ্দিন শুভকে আটক করা হয়। পরে পর্ণগ্রাফি আইনে রাজৈর থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

